বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম
আসন্ন অস্কারের ৯৮তম আসরে বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।
৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। গত ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে ৫টি সিনেমা- সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না। এর মধ্যে বাড়ির নাম শাহানা ছবিটি বাংলাদেশে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। সাবা মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। অন্য ছবিগুলো আগেই মুক্তি পেয়েছে।
সাবা
মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’ কয়েক দিন পরই মুক্তি পাচ্ছে দেশের মাটিতে। তবে এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনামের সঙ্গে প্রদর্শিত হয়েছে ছবিটি। এতে আরও দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যরে ‘সাবা’ সিনেমার গল্প মূলত মা ও মেয়েকে কেন্দ্র করে। শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা। যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। চিকিৎসক জানান, অপারেশন করতে হবে। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে? মাকসুদ হোসেনের প্রথম পরিচালনার পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়। পরে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি, রেইনড্যান্সসহ বহু মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে।
জয়া আহসান অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। এটি পরিচালনা করেছেন আকরাম খান। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে মূলত একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
বাড়ির নাম শাহানা
লীসা গাজী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটির কেন্দ্রীয় দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০২৩ সালে জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে বাড়ির নাম শাহানা।
ময়না
আরেক সিনেমা ‘ময়না’-তেও উঠে এসেছে একটি নারীর গল্প। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী রাজ রিপার। ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পায় ছবিটি।
প্রিয় মালতী
শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রটিতেও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এখানে মেহজাবীন অভিনয় করেছেন একজন সংগ্রামী নারীর চরিত্রে। গল্পে দেখা যায়, পলাশ আর মালতীর ছোট্ট ছিমছাম সংসার। পলাশ একটি দোকানের সাধারণ কর্মচারী। মালতী অন্তঃসত্ত্বা। বিবাহবার্ষিকীতে দুজন মিলে নৌকায় ঘুরতে বের হয়। কেক কাটে, ঘোরাঘুরি করে। আর দশটা নিম্নমধ্যবিত্ত পরিবারের মতো সুখে সংসার করার স্বপ্ন দেখে তারা। তাদের এই সাজানো সংসার হঠাৎ ওলট-পালট হয়ে যায়। অন্যান্য দিনের মতো পলাশ দোকানে যায়। কিছুক্ষণ পর মালতী টিভিতে দেখে, পলাশের দোকান যে ভবনে, তাতে আগুন লেগেছে। পলাশকে পাওয়া যায় না। নিমেষে তা বদলে দেয় তার জীবনের মোড়। ‘প্রিয় মালতী’ এরই মধ্যে প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। এ ছাড়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে।
নকশিকাঁথার জমিন
নকশীকাঁথার জমিন (Nakshi Kathar Jamin) সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক আকরাম খান। তিনি এর আগে ‘খাঁচা’ চলচ্চিত্রেও জয়া আহসানের সঙ্গে কাজ করেছেন ।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, যিনি রাহেলা চরিত্রে অভিনয় করেছেন। তিনি এই চরিত্রটিকে তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে বিবেচনা করেছেন, যেখানে তাকে একেবারে নির্লিপ্ত ও আবেগহীনভাবে অভিনয় করতে হয়েছে ।
অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফারিহা শামস শিউটি, আইরেশ জাকার, রওনক হাসান, দিব্য জ্যোতি এবং সৌম্য জ্যোতি। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নারীর আত্মত্যাগ ও পারিবারিক দ্বন্দ্বের গল্প তুলে ধরে ।
সিনেমাটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। এছাড়াও, এটি ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ICFT-UNESCO গান্ধী পদক মনোনীত হয়েছে ।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ
অস্কার কমিটি বাংলাদেশের সভাপতি বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি জহিরুল ইসলাম। তিনি জানান, বিএফএফএস কর্তৃক গঠিত হয়েছে নির্বাচক কমিটি। এই কমিটি জমা পড়া চলচ্চিত্র পর্যালোচনা করে বাংলাদেশ থেকে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেবে।
তিনি বলেন, ‘যেসব নির্মাতা ও প্রযোজক তাদের কাজ দিয়ে যোগ্যতার মানদণ্ড পূরণ করবে, তার চলচ্চিত্র জমা দেওয়া হবে।’ অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চান তারা।
আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে শর্টলিস্ট। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে। আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের আসর।