গানকে বিদায় জানালেন তাহসান
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সংগীতজীবনের ২৫ বছর পূর্তিতে ভক্তদের জানালেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের কথা। ধীরে ধীরে গানের মঞ্চ থেকে সরে দাঁড়াবেন তিনি। গানকে বিদায় জানালেন তাহসান । ভক্তদের জন্য এটি বড় চমক। জীবনের নতুন অধ্যায়ে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তার পুরো গল্প জানুন বিস্তারিত।
অস্ট্রেলিয়া সফরের মেলবোর্ন কনসার্টে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, অনেকেই লিখছে এটি তার শেষ কনসার্ট। তবে আসলে এটি শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। সংগীত ক্যারিয়ারের ইতি টানার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। এ ঘোষণায় হতাশ হয়ে ওঠে উপস্থিত দর্শকরা। তাদের সান্ত্বনা দিতে গিয়ে তাহসান মজা করে বলেন, সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে। পরক্ষণেই সিরিয়াস হয়ে যোগ করেন, কয়েক বছর আগে যেমন অভিনয় থেকে বিরতি নিয়েছেন, তেমনি গান থেকেও আস্তে আস্তে সরে যাচ্ছেন।
চলতি মাসের ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। এরপর ব্রিসবেন, সিডনি ও মেলবোর্নে কনসার্ট সম্পন্ন করেছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর পার্থে শেষবার মঞ্চে উঠবেন।
১৯৯৮ সালে বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়ে সংগীতে আসেন তাহসান। ২০০০ সালে ব্ল্যাক ব্যান্ড দিয়ে শুরু হয় তার পেশাদার ক্যারিয়ার। তবে ২০০৪ সালে একক ক্যারিয়ারে মনোযোগী হয়ে ওঠেন তিনি এবং দ্রুতই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। প্রকাশিত হয়েছে সাতটি একক অ্যালবাম, শ্রোতাপ্রিয় হয়েছে ‘কথোপকথন’, ‘ইচ্ছে’, ‘কৃতদাসের নির্বাণ’সহ অসংখ্য গান।
গত বছর কণ্ঠনালির সমস্যার কথা জানিয়েছিলেন তাহসান। ২০১৮ সাল থেকে তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে।সেই সমস্যা আরও প্রকট হওয়ায় গান গাওয়ার সক্ষমতা কমে এসেছে বলে জানালেন ভক্তদের। চিকিৎসা চলছে, বদল এসেছে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে।
তাহসান বলেন, যদি একসময় কনসার্ট বা লাইভ কমে যায়, তাহলে বুঝতে হবে সমস্যাটা বেড়েছে। আর ভক্তদের উদ্দেশে বলেন, দোয়া করবেন যেন এর চেয়ে খারাপ না হয়।