Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যদিও দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের। তবে এবার তার প্রথম অভিনীত সিনেমা ‘সাবা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের পর্দায় আসছে ‘সাবা’। আগামী ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক মাকসুদ হোসেন।

সিনেমটির মুক্তি নিয়ে নির্মাতা আগেই জানিয়েছিলেন যে ছবিটি সেপ্টেম্বরের শেষদিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বরেই মুক্তি দিচ্ছেন ‘সাবা’।  

সিনেমাটিতে উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি  মায়ের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি। অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন সাবার মায়ের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা হয়ে যায় সাবা। মাথার উপর চেপে বসে আরো বড় বিপদ।  

বেবিমুন

‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় দুই দশক ধরে অসংখ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছেন মাকসুদ। তারপরেই নির্মাণ করেন সাবা। এবার এই নির্মাতা ব্যস্ত নিজের দ্বিতীয় সিনেমা ‘বেবিমুন’-এর কাজ নিয়ে।

এটাই হবে আমার প্রথম ছবি

প্রথম সিনেমায় অভিনয় নিয়ে মেহজাবীন বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না! তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা— সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’

সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। দর্শকদের কাছে মেহজাবীনের এই নতুন সিনেমা কতটা প্রশংসিত হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

সিনেমার বিপণন প্রসঙ্গে নির্মাতা জানান, ‘সাবা’ ইতোমধ্যে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনেটিভা ডেজ-এ বিক্রি হয়েছে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ অন্তত এক ডজন আন্তর্জাতিক উৎসবে। সবগুলো উৎসবেই প্রশংসিত হয়েছে মেহজাবীনের প্রথম অভিনীত এই সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

অভিনেতা আহমেদ শরীফ ঢাকাই সিনেমার বর্ষীয়ান খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে সিনেমার কাজে নেই তিনি। বসবাস করছেন…
নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

আরশ-সুনেরাহর রোমান্টিক ছবি প্রকাশের নেপথ্যের কাহিনী

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের রোমান্টিক ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।…
আরশ-সুনেরাহর রোমান্টিক ছবি

‘কল অব ডিউটি’-এর সহনির্মাতা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

সহনির্মাতা ভিন্স জ্যাম্পেলা ভিডিও গেমের ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে যিনি কোটি কোটি খেলোয়াড়কে টেনেছেন, বাস্তব…
‘কল অব ডিউটি’-এর সহনির্মাতা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন
0
Share