Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, আগস্ট ২৫, ২০২৫

গ্রেপ্তারের সময় পুলিশকে যা বললেন তৌহিদ আফ্রিদি

গতকাল রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। রাতেই তাকে ঢাকায় আনা হয়। আজ সোমবার তাকে আদালতে তোলা হবে।
সোমবার সকালে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন গণমাধ্যমকে জানান, ‘গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি আফ্রিদি। গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন সিআইডির হেফাজতে আছেন। আজই তাকে আদালতে তোলা হবে।’

এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। যেখানে তার স্ত্রীকেও দেখা যায়। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম। কারণ, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।’

গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয়, ‘এটা কি ভাড়া বাসা?’ জবাবে তৌহিদ আফ্রিদি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি পালাব না। কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।’

একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান  

শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা দেয়ার পরে সম্প্রতি ফার্স্টলুকও প্রকাশ করা হয়েছে। সিনেমাটির নাম ‘প্রিন্সঃ…

পোশাক ও ভুল উচ্চারণের জন্য সমালোচনার মুখে জাহ্নবী  

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও দক্ষ অভিনেত্রী হিসেবে এখনো প্রমাণ করতে পারেননি।…
0
Share