Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, আগস্ট ১৮, ২০২৫

‘নতুন কুঁড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা  

দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও প্রকাশের অন্যতম প্লাটফর্ম হিসেবে পরিচিত বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণ-তরুণীরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পেয়ে এসেছিল এখানে। ২০০৫ সালে বন্ধ হয়ার পরে এবছর আবারো শুরু হয়েছে অনুষ্ঠানটি।

প্রায় দুই দশক পর বিটিভিতে আবার নতুন কুঁড়ির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে ১৭ আগস্ট, রবিবার বিকেল ৩টায় শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ‘নতুন কুঁড়ি’ ২০২৫-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এ সময় শিশুরা গাইছিল নতুন কুঁড়ির বিখ্যাত থিম সং ‘আমরা নতুন আমরা কুঁড়ি…।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মণন্ত্রলায়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রসাশন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল- আলম, যুগ্ম সচিব উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ১৫ আগস্ট থেকে প্রতিযোগিতার আবেদন গ্রহণ করা হচ্ছে, যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।‌

জানা গেছে, সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্তরা বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে অংশ নিবে।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিম্নে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

রোববার ১৭ আগস্ট সকালে ৮৭ বছর বয়সে মারা গেছেন ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। ‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি…

বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় ছয়ে হানিয়া আমির

হলিউডের আনা দে আরমাস, হান্দে এর্চেল কিংবা অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ সুন্দরী…
0
Share