‘হাওয়া’খ্যাত নায়িকা নাজিফা তুষি বহুদিন ধরেই পর্দার আড়ালে। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমায় বাজিমাত করার পরে আর দেখাই যায়নি এই অভিনেত্রীকে। দর্শকরা ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবে আবার তাকে দেখতে পাবেন সেই আশায়। এবার সেই অপেক্ষা শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেল।
সম্প্রতি, জানা গেছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরীর লেখা গল্পে নির্মাতা রায়হীন রাফির পরিচালনা করতে যাচ্ছেন একটি ভৌতিক সিনেমা। সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘আন্ধার’। আর এই আন্ধার সিনেমাতেই আসছেন নাজিফা তুষি।
চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, এরই মধ্যে তিনি ছবিটিতে যুক্ত হয়েছেন। তবে অভিনেত্রী দেশের গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে কথা বলা নিষেধ। পরিচালকের সঙ্গে যোগাযোগ করুন।’
পরিচালকও জিইয়ে রাখলেন রহস্য। কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করা হবে বলে জানান তিনি।
আগেই জানা গেছে, ‘আন্ধার’-এর প্রধান চরিত্রে থাকবেন সিয়াম আহমেদ। এ ছাড়া চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে। ফলে ‘হাওয়া’র পর ফের চঞ্চল-তুষিকে এক পর্দায় পাওয়া যাবে। আর সিয়ামের সঙ্গে এটি অভিনেত্রীর প্রথম যুগলবন্দি। বর্তমানে ছবির প্রি-প্রডাকশন চলছে। সেপ্টেম্বরে শুরু হবে এর শুটিং। আগামী বছরের দুই ঈদ ছাড়া অন্য সময়ে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হবে আন্ধার।