Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুলাই ২১, ২০২৫

মঞ্চে আসছে নওশাবার মিউজিক্যাল পাপেট নাট্য ‘আগুনি’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার ‘আগুনি’ নিয়ে আসছে টুগেদার উই ক্যান। এতে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে আগুনির উদ্বোধনী প্রদর্শনী।  

 রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যাবে জুলাই আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প। কাজী নওশাবা বলেন, ‘রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বোলিক নাটক। এর মধ্য দিয়ে বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। সেই কৃষি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র এসেছে গল্পে। থাকছে জুলাই আন্দোলনের কথাও। আমরা বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি। এই স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনসহ বাংলাদেশের সকল আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সবাইকে এই নাটকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই।’

নওশাবা জানান, আগুনি মিউজিক্যাল পাপেট থিয়েটার হলেও শুধু পাপেট নিয়েই সীমাবদ্ধ নয়। থাকছে আরও নানা বিষয়। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘জুলাইয়ে যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের মানসিক অবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা আছে।

কারণ, ২০১৮ সালের আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমার সঙ্গে যা হয়েছিল, তাতে অনেকটা সময় মানসিক অবসাদে কাটা কারণ, ২০১৮ সালের আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমার সঙ্গে যা হয়েছিল, তাতে অনেকটা সময় মানসিক অবসাদে কাটাতে হয়েছে আমাকে। সেই অভিজ্ঞতার আলোকেই চেষ্টা করছি জুলাই আন্দোলনের যোদ্ধারা যে অবসাদে ভুগছেন, সেটা যেন কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন। শিল্পের মাঝে থাকলে মানুষ নানা সংকট কাটিয়ে উঠতে পারে। আমি নিজেও উঠে দাঁড়িয়েছি। এটাই তাঁদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

নওশাবা আরও বলেন, ‘আগুনি শুধু একটি নাটক নয়। আমাদের মূল উদ্দেশ্য জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য ফিরিয়ে আনা। একটি ওয়ার্কশপের মধ্য দিয়ে তাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া। তারা একসঙ্গে রিহার্সাল করছেন, আনন্দ করছেন। এই যাত্রাটার মধ্য দিয়ে তাদের যে মানসিক প্রশান্তি আসছে সেটাই মুখ্য। ওয়ার্কশপে এসে তারা একে অন্যের সঙ্গে নিজের গল্প শেয়ার করছেন। সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। আবার কবিতা, গান, ছবি আঁকা, নৃত্যসহ নানা কর্মকাণ্ড করছেন। সেই আউটকামটাই হচ্ছে এই নাটক।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাডায় স্থায়ী হওয়ার ইচ্ছে মেহজাবীনের  

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন এক বার্তা নিয়ে হাজির। সম্প্রতি কানাডায় ঘুরতে গিয়ে বেশকিছু ছবি…

নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা সিনেমা ও সিরিজের তথ্য প্রকাশ  

২০২৫ সালের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি দেখা টিভি শো ও সিনেমার তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। গত বৃহস্পতিবার…
0
Share