পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সরদার জি ৩’ ভারতে এখনো মুক্তি পায়নি। তবে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে গত ২৭ জুন মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি।
‘সরদার জি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে ‘সরদার জি ৩’ মুক্তির আগেই দর্শকদের মাঝে প্রবল আগ্রহ তৈরি করেছিল। কারণ এতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তবে ছবিটি মুক্তির আগে ঘটে কাশ্মীরের পেহেলগাম হত্যাকান্ড। যার ফলে শুরু হয় ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধ এবং ব্যাঘাত ঘটে সিনেমা মুক্তির। পুরো ভারতজুড়ে শুরু হয় পাকিস্তানবিদ্বেষ। বয়কট শুরু হয় বলিউডে অভনয় করা পাকিস্তানী অভিনেতা-নেত্রীদের সিনেমা। তারই সূত্র ধরে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটির মুক্তিতে ছাড়পত্র আটকে দেয়।
তবে সিনেমাটি পাকিস্তানের সিন্ধু, পাঞ্জাব ও ফেডারেল ক্যাপিটাল অঞ্চলের তিনটি সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দেয়। গত ২৭ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘সরদার জি ৩’ পাকিস্তানে মুক্তির প্রথম দিনেই আয় করেছে করে প্রায় ৪.৫ কোটি পাকিস্তানি রুপি বা প্রায় ৫ লাখ মার্কিন ডলার। যা দেশটিতে কোনো ভারতীয় ছবির জন্য সর্বোচ্চ উদ্বোধনী আয় হিসেবে রেকর্ড গড়েছে।
এমনকি পেছনে ফেলেছে সালমানের ‘সুলতান’কেও। ২০১৬ সালে ভাইজান খ্যাত সালমান খান অভিনীত ‘সুলতান’ এতদিন ধরে পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমার মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘সরদার জি-৩’।
সিনেমাটি পাকিস্তান ও বিশ্বজুড়ে এতো আয় করার পরে ভারতীয় দর্শকদের প্রশ্ন—”যেখানে সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে, সেখানে আমরা কেন বঞ্চিত?” সিনেমাটির প্রযোজক ও পরিচালক ভারতে মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দিলজিৎ দোসাঞ্জ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “শিগগিরই ভালো খবর আসছে।”
এখন শুধু সময়ের অপেক্ষা, কবে ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘সরদার জি ৩’