এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সিনেমা কিংবা ওয়েব সিরিজে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে রয়েছেন বেশ আলোচনায়। বেশ কিছুদিন আগে বিদেশে ঘুরতে গিয়েছেন মা বাবা স্বামীসহ। তারপর থেকেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। শেয়ার করছেন নজরকাড়া সব ছবি। চলুন দেখে নেয়া যাক ছবিতে বিদ্যা সিনহা মিমের গ্ল্যামারাস ছবিগুলো।
২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বিদ্যা সিনহা মিমের।
২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।
জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বিদ্যা সিনহা মিম।
২০১৫ সালের ঈদুল ফিতরে মীমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্ম পাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে।
২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মীমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা।
বিদ্যা সিনহা সাহা মীম ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় বিরেন্দ্র নাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন।
বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন।
সবগুলো ছবি বিদ্যা সিনহা মিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া হয়েছে।