আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ইনসাফ’। সেই সুত্রধরে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন নির্মাতা। যেখানে মোশাররফ করিমকে দেখা যায় হাতে কুড়াল নিয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। এরপর প্রকাশ পায় শরিফুল রাজের একটি পোস্টার। এই দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর এবার ‘ইনসাফে’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো।
রবিবার ১১ মে সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে দেখা যায় এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল। এমন মারদাঙ্গা লুক ও চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।
ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।
ফারিণের পোস্টারটি দেখে নেটিজেনরা বলছেন ইনসাফ সিনেমা হতে যাচ্ছে বুলেট কিংবা কবিতার লড়াই।