বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের অস্কারখ্যাত জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের।
এই বছরের অনুষ্ঠানের থিম ছিল “সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল”, ২০০৩ সালের পর এটিই প্রথম যেখানে শুধুমাত্র পুরুষদের পোশাকের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।
এটি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসের পোশাক ইনস্টিটিউটে “ব্ল্যাক ড্যান্ডি” সম্বলিত একটি সদ্য উন্মোচিত প্রদর্শনী থেকে অনুপ্রাণিত, যাকে ম্যাগাজিন ভোগ বলেছে “আটলান্টিক পাড়ের কৃষ্ণাঙ্গ প্রবাসীদের আত্নপরিচয় গঠনে পোশাক এবং স্টাইলের গুরুত্ব বহনকারী অনুষ্ঠান”।
এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। ছিলেন দুইজন বেবিবাম্প ধারণকারী। মেট গালার আসরে আর কারা কারা ছিলেন? চলুন দেখে নেয়া যাক।
এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ছিলো ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মেট গালার আসরেই প্রথমবারের মতো জানা গেল, তৃতীয় সন্তানের অপেক্ষায় এই গায়িকা। বেবি বাম্প নিয়ে মেট গালায় হাজির হয়েছেন রিয়ানা। তিনি এসেছিলেন আপদমস্তক কালো পোশাকে।
মেট গালায় রিয়ানার সঙ্গী অ্যাসাপ রকিও এসেছিলেন। কালো পোশাকের স্টাইলিশ লুকে ক্যামেরায় ধরা দেন এই র্যাপার।
মেট গালায় এসেছিলেন গত বছরের সবচেয়ে আলোচিত গায়িকা চ্যাপেল রোন। বাহিরি পোশাকে মেট গালায় আলো ছড়িয়েছেন এই গায়িকা।
এবারের মেট গালায় অন্যতম চমক ছিলো বলিউড তারকা শাহরুখ খান। এবারই প্রথম মেট গালায় এসেছেন তিনি। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান এসেছিলেন আয়োজনে। লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক ব্র্যান্ড ক্রোম হার্টসের একটি সম্পূর্ণ কালো পোশাক পরেছিলেন তিনি যেখানে একটি ফিটেড চামড়ার টপ এবং স্কার্ট যা হীরার নেকলেস এবং দুটি মুক্তোর সুতো দিয়ে সজ্জিত করা ছিলো।
মেট গালায় এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের সদস্য কাইলি জেনার। হালের তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। আলোচিত ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স। তরুণ অভিনেত্রী জেনডায়া। সাহসী লুকে হাজির ছিলেন ব্ল্যাকপিংক গায়িকা লিসা।
এবারের মেট গালায় অন্যতম আলোচিত ব্যক্তিটি ছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেট গালায় বেবিবাম্প নিয়ে তার উপস্থিতি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নিজের লুক,ফ্যাশন সেন্স আর সাহস দেখিয়ে মুগ্ধ করলেন দর্শকদের।
পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি এসেছিলেন মেট গালায়। একটি বাদামী প্রাদা স্যুট পরেছিলেন, কয়েক মাস ধরে ইতালীয় একটি ফ্যাশন হাউসে তৈরি করা হয়েছিলো।