রোমহর্ষক তথ্য প্রকাশ করলেন বলিউডের শক্তিমান কৌতুক অভিনেতা পরেশ রাওয়াল। তিনি ১৫ দিন নিজের মূত্র পান করেছেন বলে জানিয়েছেন!
‘দ্য লালানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, “রাজকুমার সন্তোষীর ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পাই। তড়িঘড়ি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে যাই। সঙ্গে ছিলেন তিন্নু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন, চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে।
ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগনের বাবা দেখতে আসেন। তিনি পরামর্শ দেন দিনের শুরুতে নিজের প্রস্রাব পান করতে। তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকি খাসির মাংসও খাওয়া যাবে না’।
পরামর্শ শুনে নিজেরও নাকি গা ঘিনঘিন করছিল অভিনেতার। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেইমতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স-রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা। দেখেন, দ্রুত সারছে চোট।
যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন অভিনেতা।
এদিকে, পরেশ রাওয়ালয়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ লিখছেন, ‘এসব কোন ধরনের কথাবার্তা, এমনটা কিভাবে করলেন? আবার কারো দাবি, ‘বমি পাচ্ছে শুনেই’। কেউ বলছেন, ‘এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?’
এর আগেও গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মাছ নিয়ে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়েন তৎকালীন এই বিজেপি সংসদ সদস্য। এবার মূত্র পান নিয়ে তার বক্তব্য আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে পরেশ এসব গায়ে মাখেন না। বরাবরই নিজের বক্তব্যে অটল থাকতে দেখা যায় এ অভিনেতাকে। বর্তমানে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত পরেশ।