৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগের ‘মূল প্রতিযোগিতা বিভাগ’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট। সিনেমাটির সাথে পা দ্য’রের জন্য লড়বে আরো ১০টি সিনেমা।
শুক্রবার ২৫ এপ্রিল এ বছরের কান উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তি ও নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা আদনান আল রাজীব।
আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
‘আলী’ সিনেমাটি নিয়ে নির্মাতা আদনান আল রাজীব জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের’।
নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কানে রয়েছে আরো চমক। ‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। ‘ক্যাটালগ’ আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। এটিরও সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। দুটি সিনেমাই লড়বে পাম দ্য’রের জন্য।
একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এই অর্জন বিরল। সব মিলিয়ে, কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’ ও ফিলিপাইনের শর্টফিল্ম ‘আগাপিতো’ নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ। পাশাপাশি কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে মোট ১১ সিনেমা। এ বছরের ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে কান উৎসব।