Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তিন সপ্তাহে যত আয় করলো শাকিবের বরবাদ

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ বেশ ব্যবসা সফল হিসেবে এগোচ্ছে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। দর্শকরাও শাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে।  

কিছুদিন আগেই ‘বরবাদ’ সিনেমার প্রযোজক জানিয়েছিলেন, শাকিব খান অভিনীত ‘বরবাদ’ আয়ে রেকর্ড গড়বে। প্রাথমিকভাবে আয়ের একটা ধারণা দিয়ে বলেছিলেন, সিনেমাটি শতকোটি টাকা আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে।

মুক্তির প্রথম সপ্তাহের পর প্রযোজক জানিয়েছিলেন তাদের সিনেমাটি টিকিট বিক্রি থেকে আয় করছে ২৭ কোটি টাকার মতো। এটা সিনেমাগুলো হাউসফুল ও শো-সংখ্যার ওপর ভিত্তি করে হিসাব করা।

মুক্তি পাওয়ার পর থেকে চলে গেছে প্রায় তিন সপ্তাহ। এর মধ্যে সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে বেশিসংখ্যক শো পাচ্ছে। নতুনসহ অনেক সিঙ্গেল হলে সিনেমাটি তৃতীয় সপ্তাহ চলছে। সব মিলিয়ে ‘বরবাদ’-এর সর্বশেষ আয় কত গিয়ে দাঁড়িয়েছে? প্রশ্নের উত্তর পাওয়া গেল প্রযোজকের কাছে।

বরবাদের আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার দেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটা হিসাব করেছি। সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের গ্রস টিকিট সেল হয়েছে ৫০ থেকে ৫৫ কোটি টাকা। এটা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। কারণ, তথ্যটা বাংলা সিনেমার জন্য সুসংবাদের। এটা আমাদের আশ্বস্ত করেছে— সিনেমা ভালো হলে দর্শক দেখবেন।

তবে প্রযোজকদের বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল হলমালিকদেরও সহযোগিতা করতে হবে। তারা শুধু নিজেরটাই বোঝেন’।

হলমালিকদের প্রতি ক্ষোভ জানিয়ে প্রযোজক বলেন, ‘আমাদের ই-টিকিটিং না থাকায় আমরা ভুল সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কিছু হলমালিকের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। তা না হলে আমার লগ্নি অনেক আগে উঠে যাওয়ার কথা। অথচ এখনো লগ্নি ওঠেনি। তবে উঠে যাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছি। তার মানে এই নয় যে লগ্নি ওঠানো নিয়ে আমরা চিন্তিত বা ওঠাতেই পারব না’।

বরবাদের প্রযোজক শাহরীন আক্তার সুমী

বরবাদ প্রযোজকের ভাষ্য অনুযায়ী, বরবাদ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখনো ওটিটি প্ল্যাটফরম থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এ ছাড়া সামনে আরো সময় রয়েছে প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখার। সব মিলিয়ে বরবাদ ১০০ কোটির আয় ছাড়াতে পারবে, এমনটা প্রত্যাশা রাখছেন অনুরাগীরাও।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খান ছাড়াও আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ

শনিবার ১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ…

পরীমনি ও সাদীর প্রেম ভাঙার গুঞ্জন, পরী কাকে প্রতারক বললেন

বেশ কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাথে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক চলছে বলে ধারণা…

কাকে বিয়ে করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী?

বিয়ের বাগদান সম্পন্ন করেছেন টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দীর্ঘ প্রেমের পর অবশেষে…

তারকাদের বিরুদ্ধে পুলিশ কনস্টেবলের মামলা

একঝাঁক তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশের এক কনস্টেবল। মামলায় রয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য…
0
Share