পবিত্র ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক এবং কমেডি গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
সিনেমাটির অন্যতম গান ‘মায়া মায়া লাগে’ ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাগ করেছেন যেখান থেকে জানা গেছে ১০ কোটিরও বেশি অডিও স্ট্রিমে বাজছে গানটি। দুই লাখের অধিক পেইড সাবস্ক্রাইবার মিলে ১.২ কোটিরও বেশি ওয়াচটাইম মিনিট হয়েছে গানটির। গানটি ১০০টির অধিক দেশে শোনা হয়েছে ইতিমধ্যেই।
সিনেমাটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সিনেমায় দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা নদীতে পড়ে যায়, এবং ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে আদনান। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, এবং তাদের মধ্যে প্রেমও দেখা দেয়।
এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা অমি বলেছিলেন, ‘সিনেমাটি দেখলে দর্শকদের একটা মিষ্টি অনুভূতি কাজ করবে। ঈদে মুক্তি পেলেই আরো বেশি জমবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী ফারিণ সেসময় বলেছিলেন, ‘আমার মনে হয়, হাউ সুইট- এর মাধ্যমে নতুনভাবে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আশা করছি, বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম দেখতে পাবেন দর্শক।’
অভিনেতা অপূর্ব বলেছিলেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সবসময় খুব ভালো। ব্যতিক্রমী একটি কাজ হয়েছে। সিনেমাটির মাধ্যমে নির্মাতা অমির সঙ্গে প্রায় পাঁচ বছর পর কাজ করলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।