আজ ৮ই এপ্রিল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা। সভায় উপদেষ্টা বলেন বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে।
বিএফডিসির সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, শুটিং, এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। বিএফডিসির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে।‘এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘বিএফডিসিতে বেশ কিছু সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে’।
মতবিনিময় সভার আগে উপদেষ্টা বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন। এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, কয়েকজন সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।