ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বরবাদ সিনেমাটিতে অভিনয় করেছেন নায়িকা ইধিকা পাল । এর আগে শাকিব খানের সাথে প্রিয়তমা ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। গত ৬ এপ্রিল ঈধিকা পাল এক ভিডিও বার্তায় শাকিবের সাথে তার কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশের সিনেমাপ্রেমীদের নিয়ে তার ভালোবাসার কথা তুলে ধরেছেন।
ইধিকা তার ভিডিও বার্তায় বলেন, শাকিব খান তাকে যোগ্য মনে করেছেন বলেই তার এই সাফল্য। এ জন্য শাকিব খানের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন ‘একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয়। সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে। আমিও মুখিয়ে ছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য। আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এইজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবাতী মনে হয়’।
শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, ‘শাকিব খান যদি না মনে করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি বা এ সুযোগটা যদি না করে দিতেন, তাহলে ওই ছবিতে কাজ করতে পারতাম না। যদি ওই ছবিতে অভিনয় করতে না পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারতো না। দর্শকরা আমাকে ভালবাসতে পারতো না। আর ‘বরবাদ’ সিনেমায় কোনো দিনও কাজ করতে পারতাম না। এ ছবির আমাকে যোগ্য ভেবেছেন তার জন্য কৃতজ্ঞতা।’
শাকিব খানের গুণের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ইধিকা বলেন , ‘আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেটা তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করি’।
শাকিব খানকে নিয়ে ইধিকা আবারো বলেন, ‘ তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে, এরপরও এখনো তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী; আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন। এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা করছি।’