জয়া আহসান আবারও বাগিয়ে নিলেন পুরস্কার। সম্প্রতি কলকাতায় আয়োজিত ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি বাজিমাত করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন।
কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এই ইভেন্টে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন বিভিন্ন তারকা। প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডে সানায়া চৌধুরীর ডিজাইন করা জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউন পরিহিত জয়া আহসান স্টেজে উঠে সকলের নজর কাড়েন।
পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি শেয়ার করেন জয়া আহসান। অনেকগুলো ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবং এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।”
এছাড়াও, জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ ভূতপরী সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। এটি তার সপ্তম মনোনয়ন, যার মধ্যে তিনি চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। এবার পঞ্চম অ্যাওয়ার্ডের দিকেও তার নজর। একই সঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫ এ সেরা নায়ক বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী।