বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দা, সম্প্রতি সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বেশ আলোচনায় এসেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে এক নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন গোবিন্দ।
অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, বলিউডে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি শেয়ার করেন ইন্ডাস্ট্রির নানা মজার গল্প, পাশাপাশি কয়েকটি বিস্ফোরক দাবি করেন।
বলিউডে তার রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে গোবিন্দা দাবি করেন, ইন্ডাস্ট্রির মানুষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, “আমি সম্মানহানির এক দীর্ঘ সময় পার করেছি, আর সেটা ছিল একটি পূর্বপরিকল্পনা। তারা আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি বুঝলাম, তারা সবাই শিক্ষিত, আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, যিনি তাদের জায়গায় ঢুকে পড়েছেন। তাই তারা আমার বিরুদ্ধে কাজ শুরু করল। আমি তাদের নাম বলব না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজের জন্যই তো এখনও বেঁচে আছি। যখন ষড়যন্ত্র শুরু হল, তখন প্রাণনাশের চেষ্টা করা হচ্ছিল। অনেকে আমার বাড়ির সামনে বন্দুক নিয়ে এসে আমাকে হত্যার চেষ্টা করেছিল। এসব ষড়যন্ত্রের পর আমার আচরণ বদলে গেল। ভাবলাম, রাজনীতি করি বা না করি, চারপাশের পরিস্থিতি তো এমনই।”
এদিকে, সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চলতি মাসের শুরুতে বেশ আলোচনা হয় গোবিন্দার। তবে পরে দু’জনেই জানান, এটি পুরোপুরি মিথ্যা ছিল। গোবিন্দা শেষবার ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে দেখা গিয়েছিলেন। তার পরবর্তীতে তিনটি নতুন প্রোজেক্ট হাতে রয়েছে।