২০২৫ সালে আয়োজিত ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে ব্রাজিলের সিনেমা ‘আই য়্যাম স্টিল হেয়ার’ (I Am Still Here).। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিকে পেছনে ফেলে সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি।
অবশ্য এমিলিয়া পেরেজ’ এ আইনজীবীর চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জোয়ি সালডানা।
মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প ‘এমিলিয়া পেরেজ’, যারা নিজেদের মতো করে সুখী হতে চান। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চান। এরপর কী হয়, তা নিয়েই জ্যাক অঁদিয়ারের সিনেমাটি। গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জেতা সিনেমাটি অস্কারেও সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু মূল আসরে বড় পুরস্কার পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিলো আগে থেকেই।
অন্যদিকে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছিলেন ফিরনান্দা তোরেজ। তার অভিনীত সিনেমা ‘‘আই য়্যাম স্টিল হেয়ার’’ এবার পেল সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার। ১৯৭১ সালে ব্রাজিলে এক নায়কতন্ত্রের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন ওলটার সেলেস।
“আই’ম স্টিল হিয়ার” সিনেমাটি মার্সেলো রুবেন্স পাইভার এর ২০১৫ সালের স্মৃতিকথার উপর ভিত্তি করে তৈরি। রুবেন্স পাইভারের বাবা ছিলেন কংগ্রেসম্যান রুবেন্স পাইভা যিনি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় গুম ও নির্যাতনের শিকার ২০,০০০ মানুষের মধ্যের অন্যতম একজন ছিলেন।