কথায় বলে চোরের দশ দিন সাধুর এক দিন, এবার যেনো সেই কথাই ফলে গেলো বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের বেলায়। মুখে বার বার বলে আসছিলেন তিনি প্রেমে নেই, কিন্তু তার প্রেমের গুঞ্জন ডাল পালা মেলছিলো বহুদিন ধরে, ৩ মার্চ শ্রদ্ধার জন্মদিন।
উইকিপিডিয়া অনুযায়ী, এ দিন তিনি ৩৮-এ পা দিচ্ছেন। জন্মদিনের আগের সন্ধ্যায় আচমকা ছবি শিকারিদের ক্যামেরায় বন্দি একটি মুহূর্ত। শ্রদ্ধা কোথাও থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গিয়েছে, ওয়ালপেপার হিসেবে নায়িকা তার আর চর্চিত প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ব্যবহার করছেন! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং চিত্রনাট্যকার রাহুল মোদীকে নিয়ে অনেক কথা উঠছে নেটপাড়ায়। এর আগে মার্চের শুরুতে একসঙ্গে বিয়ের অনুষ্ঠানেও হাজির হয়েছেন শ্রদ্ধা এবং রাহুল। সেই ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা বেজায় উচ্ছ্বসিত। নবদম্পতির সঙ্গে ছবি তুললেন লাভ-বার্ড। নায়িকার পরনের এদিন ছিল বেজ রঙের একটি লেহেঙ্গা। যা এককথায় অনবদ্য। পোশাকের সঙ্গে ছিল মানানসই গয়না এবং ব্যাগ। গত বছর থেকেই চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। দুটিকে একসঙ্গে বহুবার ক্যামেরাবন্দি করেছে পাপারাৎজি। যদিও সম্পর্ক নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল এখনও খোলাখুলি কিছু জানাননি।