ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কিছুদিন আগে হঠাৎ করেই অভিনয় ছেড়ে দেয়ার কথা জানান অহনা। অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও সম্প্রতি ওমরাহ পালন করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ওমরাহ পালনের পর এই নায়িকা অনুভূতি ব্যক্ত করে বলেন আবারও ওমরাহ করতে যাবেন তিনি।
ওমরাহ করার পর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে’।
মানসিক প্রশান্তির জন্য আবারও সৌদিতে যেতে চান বলে অহনা জানালেন। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে’।
অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি’।
এর আগে গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি পোস্ট করে তিনি বলেছিলেন, এই অনুভূতির কোনো তুলনা হয় না। এখন বুঝলাম, আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন। বিশ্বাস ও ইমান আরও দৃঢ় হলো।