কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত কোনো রাখঢাখ রাখেননা। তিনি যা বলেন, একেবারেই স্পষ্ট করে বলেন। এবার নিজের ওজন বাড়ার কারণ জানালেন তিনি। কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছেন, তার ওজন বাড়ার কারণ হচ্ছে অবসাদ।
এই বিষয়ে শ্রীলেখা বিস্তারিত জানাতে বলেন, দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসতো না। তাই অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম।এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না। শ্রীলেখা মিত্র আরও বলেন, অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনও কাজ করতে হয় না। এভাবেই দিন দিন ওজন বেড়েই চলেছে।
শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনও কাজ করতে হয় না।
শ্রীলেখা মিত্রকে আগামীতে ‘মহানগরী’ নামক চলচ্চিত্রে দেখা যাবে। আদিত্য বিক্রম সেনগুপ্ত এটি পরিচালনা করেছেন। এতে আছেন বাংলাদেশি অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুও। চলতি মাসেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।