সোমবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা হয়ে গেছে। দেখে নেয়া যাক কে কি জিতলেন।
গ্র্যামিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরির পুরস্কারের মধ্যে আছে সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার’। এই সং অব দ্য ইয়ার বিভাগে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স জিতবেন এমনটাই আশা ছিলো অনেকের কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেনড্রিক লামার।
র্যাপ সং ‘নট লাইক আস’ এর জন্য কেনড্রিক লামার জিতেছেন সং অব দ্য ইয়ার পুরস্কার এবং একই গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছেন লামার।
গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম ‘কাউবয় কার্টার’। এই অ্যালবামে কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। সে সবই ছরিয়েছেন এই অ্যালবামে। ‘কাউবয় কার্টার’ অ্যালবামটির জন্যই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা বিয়ন্সে।
এবারই প্রথম অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন গায়িকা বিয়ন্সে। এ ছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে; এই প্রথম এ বিভাগের পুরস্কার উঠল কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে। ১১ মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত বিয়ন্সে পেয়েছেন তিন পুরস্কার।
এবারের গ্র্যামিতে বড় চমক বিটলসের ফেরা! গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। এ গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার পেয়েছে বিটলস ব্যান্ড।
এছাড়া ২৬ বছর বয়সী গায়িকা চ্যাপেল রোন। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন, গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়েছেন। বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’ এর তালিকায়ও স্থান পেয়েছেন এ গায়িকা। আজ গ্র্যামিতে সেরা নবীন শিল্পী বিভাগে পুরস্কার জিতেছেন রোন।
আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার তার ‘এক্সপ্রেসো’ গান দিয়ে করেছিলেন বাজিমাত। এ গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সোলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটা ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে সাবরিনার হাতে।
আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।
দাবানলের ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে গ্র্যামিতে ছিল ‘আ লাভ এল.এ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। এ ছাড়া গানে গানে মঞ্চে ঝড় তোলেন শাকিরা। ছিল বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।
একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার
রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস