২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ হয়েছে ভারতে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট। কি সেদিন কনসার্টের মাঝেই গান থামিয়েছিলেন ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন… কেন?
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, গেল রবিবার (২৬ জানুয়ারি) কনসার্ট যখন প্রায় শেষের দিকে তখন হঠাৎ ‘মাই ইউনিভার্স’ গান গাইতে শুরু করেও থেমে যান ক্রিস। কারণ মঞ্চ থেকেই তার চোখে পড়েছিল দর্শক সারিতে থাকা এক শ্রোতা কিছুতা অসুস্থ বোধ করছেন। গায়ক মুহুর্তেই চিন্তিত হয়ে নিজেই জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কিনা। আশপাশের মানুষকে অনুরোধ করেন একটু জায়গা করে দেওয়ার।সব ঠিক হলে আবারও শুরু থেকে ধরেন ‘মাই ইউনিভার্স’ গানটি। শুধু গান নয়। ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান যেন এক আবহ তৈরি করে দেয়। এত বড় ব্যান্ডের গায়ক হয়েও মানুষের প্রতি ক্রিসের সহমর্মিতা মুগ্ধ করেছে বিশ্বব্যাপী কোল্ডপ্লে ভক্তদের।
গানের কথার সঙ্গে মিলিয়ে কখনও লাল, কখনও বা নীল রঙে ভরে উঠেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। লাইটস উইল গাইড ইউ হোম, কল ইট ম্যাজিকের পাশাপাশি ‘স্কাই ফুল অফ স্টারস’ গেয়ে এবারের মত ভারতে নিজেদের বহুল প্রতিক্ষিত কনসার্টের ইতি টানেন কোল্ডপ্লে।