২৭ জানুয়ারি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যা আবেগঘন করে তুলেছে অভিনেত্রীকে।
ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত জামিন মঞ্জুর করার পর গণমাধ্যমকে নিজে নিজে অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, ‘গতকাল (২৬ জানুয়ারি) থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি।’
পরী আরও বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’
পালটা মামলা হওয়া প্রসঙ্গে পরী বলেন, ‘এটা তো পরিষ্কার। আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পালটা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন।’
পুরনো মামলা প্রসঙ্গে পরী বলেন, চার বছর আগের একটা ঘটনা। আমি অনেকের দ্বারে দ্বারে ঘোরার পরই আদালতে মামলা করি। আমি আশা করি, আমি ন্যায়বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না। সত্যের জয় হবে।’
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৭ জানুয়ারি আদালতে উপস্থিত হন অভিনেত্রী।