প্রথমবারের মত চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান একসাথে সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান।
সম্প্রতি আগামী মার্চে ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া আইফা অ্যাওয়ার্ডের প্রি-ইভেন্টে এসে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান জানিয়েছেন, ‘প্রথমত, আইফার অনুষ্ঠানে সঙ্গে জড়িয়ে থাকতে পেরে আমি অনেকে খুশি। এবারে মঞ্চ থেকে সঞ্চালনা করব। ক্যারিয়ারে এই প্রথমবার, তাও আবার জয়পুরের মতো ঐতিহ্যমণ্ডিত শহরে।’
অভিনেতা আরও বলেন, ‘আশা করি আমি যেন ‘সেকেন্ড বেস্ট’ সঞ্চালক হই। এইটা বললাম কারণ শাহরুখ খানকে এই ব্যাপারে কেউ হারাতে পারবে না। মঞ্চে যখনই পারফর্মার হিসেবে কিংবা সঞ্চালক হিসাবে তিনি উঠেছেন, ততবারই প্রেক্ষাগৃহ পরিণত হয়েছে স্টেডিয়ামে। এবার এই বিষয়টির সঙ্গে আমি যুক্ত হচ্ছি, তাই ভীষণ খুশি।’
নব্বইয়ের দশক থেকে বলিউডে দাপটের সাথে রাজ করে আসছেন বলিউডের কিং খান, শাহরুখ খান। আরেকদিকে ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের। বর্তমানে ‘ভুলভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির জন্য বিশেষভাবে বলিউডে আলোচিত তিনি।