চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পী পাভেল আরীনের ‘লিভিং রুম সেশন’ দ্বিতীয় সিজন শুরু হয়েছে। চার দেশের শিল্পীরা এই প্ল্যাটফর্মে গান গাইবেন । ১২টি গান দিয়ে সাজানো এই আয়োজনে বাজাবেন ১৫ দেশের যন্ত্রশিল্পীরা।
গত শনিবার লন্ডনে লিভিং রুম সেশন দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে । যুক্তরাজ্যের লন্ডনের দ্য আইভি টাওয়ার ব্রিজে নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এতে পাভেল আরীন, ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাভেল গণমাধ্যমকে জানান, ‘আনুষ্ঠানিক পথচলা চুক্তি স্বাক্ষর হলেও কাজটা তিনি আরও আগেই শুরু করেছেন। চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করাও হয়েছে। যারা শিল্পীদের সঙ্গে সঙ্গীত করবেন, তাদের সঙ্গেও আলাপ–আলোচনা চূড়ান্ত। ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন।’
‘লিভিং রুম সেশন’ প্রসঙ্গে পাভেল গণমাধ্যমকে জানান, এমন একটি অনুষ্ঠানের স্বপ্ন তিনি প্রথম দেখেছিলেন ১৪ বছর আগে। ২০১০ সালের দিকে ইউটিউবে “এওএল সেশনস” দেখি। মুগ্ধ হই। অবাকও হই। পরে এমটিভি আনপ্লাগড দেখতাম, সেখানে পছন্দের মিউজিশিয়ানের গান শুনতাম। তখন থেকেই ইচ্ছা ছিল এ রকম অভিনব কিছু একটা করার। তিন বছর আগে এমন একটি অনুষ্ঠান বানানো শুরু করি। এবার সেটিরই দ্বিতীয় সিজন করছি।’
পাভেল আরীন বলেন, ‘সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে ভালোবাসা, শান্তি ও ঐক্যের প্রচার করে বাংলা সংগীতকে বৈশ্বিক দরবারে তুলে ধরার স্বপ্ন নিয়ে এই প্রকল্পের কাজ করা’।
এর আগে লিভিং রুম সেশনের প্রথম সিজন হয়েছে সেখানে ছিল ৯টি গান।