লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের বাড়িঘর পুড়েছে। সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, দাবানলে অন্তত ৩৩ জন তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। দুইবার অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিনসের বাড়িও পুড়েছে। এছাড়া দাবানলে প্যারিস হিলটনের মালিবুর বাড়িও ভস্মীভূত হয়েছে। পুড়েছে এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিসের বাড়ি।
মার্কিন টেলিভিশন এমএসএনবিসিকে গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেনিফার গার্নার জানায় তার এক বন্ধু বিয়োগের কথা। তার মৃত্যুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেনিফার গার্নার। তিনি বলেন, ‘আমি এক বন্ধুকে হারিয়েছি, ও সময়মতো বাড়ি থেকে বের হতে পারেনি।’ ২৫ বছর ধরে প্যাসিফিক প্যালিসেইডসের বাসিন্দা গার্নার। গার্নার বলেন, ‘বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমারই অন্তত এক শ বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে’।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার। তিনি বলেন, ‘২৫ বছর ধরে এখানে থাকি, তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এমন কিছু করতে চাই, যা দুর্গত মানুষের কাজে আসে।’ এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন, সেটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন তিনি।
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে। আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিজের পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান।