বলিউড ভাইজান সালমান খানের সাথে দক্ষিণী রাশমিকা মান্দানার প্রথম সিনেমা ‘সিকান্দার’। কিন্তু ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন অভিনেত্রী।
গেল বছরের জুন মাস থেকে শুরু হয় ‘সিকান্দার’ সিনেমার শুটিং। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে। এখানেও শেষ নয়, পাঁজরে আঘাত পান সালমান খান। সেই অবস্থায় চালিয়ে যান শুটিং। এর পরেই ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।
এইসব সামলে শুটিং শুরু করতে গিয়েই ফের বাঁধার মুখে ‘সিকান্দার’। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান তিনি। ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।
উল্লেখ্য, নির্মাতা এআর মুরুগাদস পরিচালিত অ্যাকশন ঘরানার ‘সিকান্দার’ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ সিনেমায় বলিউড ভাইজানকে নতুন ভাবে দেখতে উৎসুক সকলে।