অভিনয়ের জগতে সকলকে ছাড়িয়ে সেরার সেরা হয়ে উঠলেও খেলার মাঠে মুখ থুবড়ে পড়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। বিপিএল শুরুর পর থেকে একের পর এক ব্যর্থতার মুখ দেখছেন তার দল ‘ঢাকা ক্যাপিটালস’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে প্রথমবারের মত দল কিনে নজর কেড়েছিলেন শাকিব খান। ভক্তঅনুরাগীদের আশা ছিল প্রেক্ষাগৃহের মত মাঠেও ব্লকবাস্টার হিট হবেন তিনি। কিন্তু ৩০ ডিসেম্বর খেলা শুরুর পর থেকেই একের পর এক হার হজম করছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের প্রথম দিনে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে ৪০ রানের ব্যবধানে হারে ঢাকা। এরপর এক এক করে ২ জানুয়ারি দুর্বার রাজশাহীর সাথে ৭ উইকেটে, ৩ জানুয়ারি খুলনা টাইগার্সের সাথে ২০ রানের ব্যবধানে ও ৭ জানুয়ারি আবারও রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে শোচনীয়ভাবে হারে মেগাস্টারের দল, ঢাকা ক্যাপিটালস।
প্রসঙ্গত, নিজের দল ঢাকা ক্যাপিটালসের জন্য শাকিব খান বেঁছে নিয়েছিলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরারা, জনসন চার্লস, আমির হামজার মতো খেলোয়াড়দের। তবুও এই টানা হার, হতাশায় ভুগছেন মেগাস্টার।