২৯ নভেম্বর, প্রয়াত ঢালিউড অভিনেত্রী দোয়েলের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রীর মেয়ে, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে বাবা-মায়ের সাথে ছোটবেলার একটি স্থিরচিত্র শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’
সবাইকে নিজের মায়ের জন্য দোয়া করতে উল্লেখ করে লিখেছেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’
উল্লেখ্য, ২০০৯ সালের শেষ দিকে চিত্রনায়িকা দোয়েলের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। শেষদিকে তার শ্বাসকষ্টের সমস্যাও ভুগছিলেন তিনি। একের পর এক হাসপাতাল ঘুরে ২০১১ সালের ডিসেম্বরে চিরবিদায় নেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ইফতে আরা ডালিয়া দোয়েল। কিন্তু নিজের ছায়া ছোট দীঘির মাঝে রেখে গেছেন তিনি। তাইতো শিশুশিল্পী হিসেবে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেই সকলের নজর কেড়ে নিয়েছিল দোয়েল-সুব্রত কন্যা।