শীতের মৌসুমে উষ্ণতা ছড়াতে রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয় এর সুর ও সংগীত আয়োজনে নিজের নতুন গান ‘নয়া বাতাস’ কণ্ঠশিল্পী তসিবা বেগম।
গানটির গীতিকবি রকিব আলী জানান, ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের জন্য।
‘নয়া বাতাস’ নির্মাতা বিপ্লব হোসেন জানিয়েছেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’
উল্লেখ্য, আমিনূর ইসলামের নির্দেশনায় ‘নয়া বাতাস’ গানের সম্পাদনা ও রংবিন্যাস করেছেন ফকরুল ইসলাম। এরই মধ্যে রকেট মিউজিক ও পরে এইচ বি ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘নয়া বাতাস’।