Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪

‘সেরা পরিচালক’ ও ‘সেরা সিনেমা’ পুরস্কার জিতলো বিঞ্জ

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ এর বিজয়ীরা | ছবি: ফেসবুক

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এ রবি আজিয়াটা পিএলসির ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’ অর্জন করেছে ‘সেরা পরিচালক’ ও ‘সেরা সিনেমা’ পুরষ্কার ।   

১২ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চারটি বিভাগে মোট ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ফ্রাইডের পরিচালক হিসেবে ‘সেরা পরিচালক’ ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছেন নির্মাতা রায়হান রাফি। এছাড়া ‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’।  

সেরা ফিল্ম ও সেরা নির্মাতার পুরস্কার | ছবি: ফেসবুক

প্রবাসী বাঙালিদের বর্ণবাদের শিকার হওয়ার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বানানো হয়েছে ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ ওয়েব ফিল্মটি। সামাজিক সচেতনতামূলক এই সিনেমাটি বর্ণবাদবিরোধী বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি এক গভীর প্রেমের গল্পও উপস্থাপন করেছে। গল্পের অসাধারণ কাহিনি বিন্যাস, দক্ষ নির্মাণশৈলী ও থ্রিলারধর্মী উপস্থাপনা দর্শক-সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।  

অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে ফ্রাইডে ওয়েব ফিল্মটি। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে মুনা নামের এক নারীর জীবনের বাস্তবতা ও তার চারপাশের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। সামাজিক টানাপোড়েন, সম্পর্কের দ্বন্দ্ব ও জীবনের তিক্ত সত্যগুলো যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক রায়হান রাফী, তা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। এরই স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘সেরা পরিচালক’ এর পুরস্কার ।

বিঞ্জ’র হেড অব কনটেন্টস, উম্মে খাইরুন ইসলাম এ অর্জন প্রসঙ্গে বলেন, ‘বিঞ্জের এই সাফল্য দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মাইলফলক। বৈচিত্র্যময় ও মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে তারা দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। পুরষ্কারের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় গল্প উপহার দেয়ার ক্ষেত্রে বিঞ্জকে উৎসাহিত করবে। দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বিঞ্জ অঙ্গীকারবদ্ধ।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেহজাবীনের সিনেমায় সানি–সেজানের গান ‘এই শহর স্বার্থপর’

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসা র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবার নাম…

রেকর্ডের ইতিহাস ভেঙে, ইতিহাস গড়ছে ‘পুষ্পা টু’

ভারতে এখন চলছে পুষ্পা–ঝড়। শুধু ভারত বললে ভুল হবে, বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে…

‘বাংলাদেশের শিল্পী’ বয়কটের ডাক ওপার বাংলায়

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের মধ্যকার অস্থিরতার প্রভাব পড়ছে দুই দেশের শোবিজ অঙ্গনে। এরই মধ্যে বাংলাদেশের…
0
Share