Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

দীপিকা-রণবীর কন্যার ফেক ছবি ভাইরাল

মেয়ে দুয়া ও রণবীর-দীপিকা | ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের পাওয়ার কাপল খ্যাত রণবীর সিং ও দীপিকা পাডুকোন নিজের কন্যার মুখ এখনও প্রকাশ্যে না আনলেও এআইয়ের যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুয়ার সাথে রণবীর- দীপিকার ফেক ছবি।

হিন্দুস্তান টাইমসের খবরে, সোশ্যাল মিডিয়া মেয়ে দুয়ার সাথে রণবীর-দীপিকার বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ছোট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এ জুটি। কোথাও আবার তাদের কোলে বাচ্চাটি। আর এটি দেখে অনেকেই ধোকা খেয়ে ভাবছেন অভিনেতা-অভিনেত্রীর মেয়েকে প্রকাশ্যে এনেছেন। কিন্তু পরে তারকাদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে মেলেনি সত্যতা।  

গেল ৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের কোল আলো করে এসেছে তাদের ছোট রাজকন্যা দুয়া পাডুকোন সিং। গেল ১ নভেম্বর দিওয়ালি উপলক্ষে এক ঝলক হিসেবে ছোট দুয়ার পায়ের ছবি প্রকাশ করে বলিউড পাওয়ার কাপল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কার যাত্রা থেকে ছিটকে পড়লো ‘লাপাত্তা লেডিস’

১৭ ডিসেম্বর অস্কার জয়ের দৌড় থেকে ছিটকে পড়েছে কিরণ রাও ও আমির খানের সিনেমা ‘লাপাতা লেডিস’। অস্কারের সেরা…
0
Share