১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর।
শাকিব খানের প্রথম প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলে জয়ের তিনটি স্থিরচিত্র প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
আরও লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।’ সঙ্গে পতাকা এবং ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
আরেকদিনে বিজয় দিবসে ছেলে বীরকে নিয়ে লাল-সবুজ শাড়ি পরে পতাকা হাতে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন ঢালিউড মেগাস্টারের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী শবনম বুবলী।
সোশ্যাল মিডিয়া পোস্টে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’
এসময় বীরের পরনে ছিল লাল-সবুজ পাঞ্জাবি আর কপালে বাধা ছিল পতাকা।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলীর সঙ্গে। তবে এখন দুজনই অতীত। অতীত হলেও দুই জনের ঘরেই শাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে। অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয়, অন্যদিকে বুবলীর সংসারে শেহজাদ খান বীর। দুই সন্তানের প্রতিই যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।