কলকাতার পর এবার শিলং ও মেঘালয়ায় কনসার্ট করলেন ব্রায়ান আডামস। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন তারা। কলকাতার কনসার্ট শেষ করে এবার গেয়েছেন শিলং ও মেঘালয়।
এছাড়াও তিনি পারফর্ম করবেন গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। ভারতে তার সফর শেষ হচ্ছে ১৭ ডিসেম্বর, গোয়াতে পারফর্ম করার মাধ্যমে।এর আগে ভারতে পাঁচবার এলেও, কলকাতায় ব্রায়ানের একবারও আসা হয়নি। টানা কয়েকদিনের আলাপের পর কলকাতার দর্শক শ্রোতা পেলেন ব্রায়ানকে নিজ চোখে দেখার নিশ্চয়তা।
৮ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার অ্যাকুয়াটিকায় গেয়েছেন ব্রায়ান অ্যাডামস ও তার দলবল। কনসার্টের টিকিটের দাম শুরু করা হয় ১,৯৬৯ রূপি থেকে । গায়কের ‘সামার অফ ৬৯’ গান থেকে অনুপ্রাণিত হয়েই এরকম দাম রাখা হয়।
‘ব্রায়ান অ্যাডামস ইন্ডিয়া ট্যুর’ ঘোষণা হওয়ার পর জানা গিয়েছিল, তিনি আসছেন ভারতের ‘রক ক্যাপিটল’ শিলংয়ে। তবে আগে ছক্কা মেরে জয়ী হয় কলকাতার আয়োজক। এর জন্য মহেশ ভূপতি সাহায্য করেছেন। এমনটাই জানান বিশ্বখ্যাত পপ এবং রক তারকার কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী।
কলকাতার অনুষ্ঠান শেষ করে আবার শিলং এবং মেঘালয়ায় গান গাওয়ার সিদ্ধান্ত হয়। ১০ ডিসেম্বর গান গেয়েছেন শিলং এ ।