আলোচনার কেন্দ্র বিন্দুতে মেহজাবীন। নেট দুনিয়ায় গত কয়েকদিন ধরেই সাড়া ফেলে দিয়েছেন আন্তর্জাতিক সেলিব্রেটিদের সাথে ছবি তুলে। সর্বশেষ, নেট দুনিয়ায় ঝড় তুলেছেন রনবীর কাপুরের সাথে সেলফি তুলে।
সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। এই অনুষ্ঠান শুরু হয়েছে গত ৫ ডিসেম্বর, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর তিনদিন প্রদর্শিত হবে মেহজাবীনের ‘সাবা’ চলচ্চিত্রটি।সিনেমাটি ৯০ মিনিটের। যার পরিচালক মাকসুদ হোসেন। মাকসুদ বলেন, “উৎসবের ‘রেড সি কম্পিটিশন বিভাগে এটাই প্রথম বাংলাদেশি সিনেমা।’
প্রসঙ্গত, ‘সাবা’ চলচ্চিত্রটি এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।