১ ডিসেম্বর ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তারকা দম্পতি নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতীর সাথে বিশেষ দিনটি কাটানোর বেশকিছু মুহুর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।
শনিবার, নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্যামিলি ট্রিপের মিষ্টি কিছু মুহুর্ত শেয়ার করে প্রিয়াঙ্কার স্বামী সংগীতশিল্পী নিক জোনাস লিখেছেন, ‘ষষ্ঠ বিবাহ বার্ষিকী। মোয়ানা টু। ফ্যামিলি টাইম। নিউইয়র্ক সিটি। এর ভালো আর কি হতে পারে। আমার হৃদয় পূর্ণ।’
এই তারকা দম্পতির শেয়ার করে ছবি গুলোতে দেখা যায়, মেয়ে আর বরের সঙ্গে কাটানো প্রিয়াঙ্কার কিছু অনাবিল আনন্দের মুহূর্ত। দুটি ছবিতে দেখা গেছে কীভাবে প্রিয়াঙ্কা মালতীর আঙুলে নকল নখ লাগিয়েছেন,যা পেয়ে বেজায় খুশি ছোট মালতী। খিলখিলিয়ে হাসছেন মা-মেয়ে দুইজন।
আরও ছবিতে দেখা যায়, মালতি তার বাবা-মায়ের সঙ্গে ক্রিসমাসের আগে সেজে উঠা নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অ্যাপার্টমেন্টের লবিতে ঘুরে বেড়াচ্ছেন, একটি মোয়ানা পুতুল ও এক বন্ধুর সঙ্গে খেলছেন।
উল্লেখ্য, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ের পর নানান কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড দেসি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। আবার ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মেয়ে মালতীর জন্মের পরেও কঠিন এক সময় পার করতে হয়েছে নিক-প্রিয়াঙ্কা দম্পতিকে।