৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন ‘মহানগর টু’ খ্যাত অভিনেত্রী তানজিকা আমিন।
শুক্রবার, রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়ার সাথে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ে বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেত্রী তানজিকা নিজেই। যেখানে দেখা গেছে মায়ের খুব যত্ন করে তুলে রাখা বিয়ের শাড়িটি পড়েছেন তিনি।
গণমাধ্যমকে তানজিকা আমিন জানিয়েছেন, ‘সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আজ (৬ ডিসেম্বর) জুমার আগে একেবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে, আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।
উল্লেখ্য, তানজিকা আমিনের প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার খুব বেশিদিন স্থায়ী হয়নি।