ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন, বলিউড জগতের দুই দিকপালের নাম এবং এক অনুসরনীয় দম্পতি। গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে এই দম্পতি। শুনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। যদিও এ নিয়ে ঐশ্বরিয়া বা অভিষেক কোন পক্ষ থেকেই এখনো কিছু জানা যায়নি। তবে ধরে নেওয়া হচ্ছে অভিষেক বচ্চনের সাথে এক সহকর্মীর সম্পর্কের কারণে এই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে চারদিকে।
এদিকে ১৬ নভেম্বর ছিল ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন দম্পতির মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিন। জন্মদিনে অভিষেকের অনুপস্থিতির খবর ছড়িয়ে পরে নেট দুনিয়ায় যা মুহূর্তেই বিচ্ছেদের বিষয়ে আরো আগ্রহী করে তোলে সবাইকে ।
এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টর বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেক আলাদা আলাদাভাবে প্রবেশ করেছিলেন। ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। কন্যার জন্মদিন উদ্যাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন ঐশ্বরিয়া। সেখানে কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। তাই, সবার মনে একই প্রশ্ন, তবে কি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ হতে চলেছে?
তবে নতুন ভিডিওতে দেখা গেল ভিন্ন চিত্র। আরাধ্যর জন্মদিন আয়োজনকারী সংস্থার দেয়া ভিডিওতে দেখা গেলো অভিষেককে। মেয়ের ১৩তম জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন সংস্থাটিকে। এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে অভিষেক ও ঐশ্বরিয়ার একসঙ্গে অনুষ্ঠানে থাকা। ফলে তাদের সংসারের রহস্য আরও জটিল হয়ে উঠেছে নেটপাড়ায়। নতুন শিরোনামের অপেক্ষায় গোটা বলিউড।