২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের সাথে ঘটে যাওয়া ভয়াল এক রাতের অবলম্বনে নির্মিত ‘রুম নম্বর ২০১১’ প্রিমিয়ার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে।
আসছে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘রুম নাম্বার ২০১১’র মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শো হচ্ছে।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির নির্মাতা জিসান জানিয়েছেন, ‘বাংলাদেশে আগামী ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’। যেখানে উপস্থিত থাকবে শহীদ আবরার ফাহাদের পরিবার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্যার। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন মিডিয়া এবং তারকা ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী। পাশাপাশি সিনেমার শিল্পী ও কুশীলববৃন্দ এবং টিম জিসু এন্টারটেইনমেন্ট।’
বিশেষভাবে আরও উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয়য় প্রাঙ্গণে একটি মাত্র শো দেখানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার শেষে ‘রুম নাম্বার ২০১১’ সিনেমটির প্রদর্শনী হবে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্বাবিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রেও এটি দেখানো হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীদের যেই পাশবিক হত্যাকাণ্ডের শিকার হন তা নাড়া দিয়েছিল গোটা দেশবাসীকে।