আগামী ৪ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। কলকাতার রবীন্দ্র সদন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের আনুষ্ঠানিক ঘোষণায় ছিল না বাংলাদেশি কোনো চলচ্চিত্রের নাম।
শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়েছেন, ‘রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ‘এবারের উৎসবে দেশ–বিদেশের ২ হাজার ৪৬৯টি চলচ্চিত্রের আবেদন আসে। এর মধ্যে ১৭৫টি ছবি ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শনের জন্য বাছাই করা হয়। ৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার ধনধান্য মিলনায়তনে। উদ্বোধনী ছবি হলো প্রখ্যাত পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। ছবিতে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, যোগেশ চট্টোপাধ্যায়, ছায়াদেবী, চিন্ময় রায়, বঙ্কিম ঘোষ প্রমুখ তারকারা।’
এবারের উৎসবের সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা/অভিনেত্রীর জন্য থাকছে পুরষ্কারও। নেটপ্যাক বিভাগে থাকছে সেরা ছবির জন্য রয়েল বেঙ্গল টাইগার পদক। এবারের অংশগ্রহণকারী ছবিগুলো এসেছে ২৯টি দেশ থেকে। কলকাতার ২০টি পেক্ষাগৃহ ও মিলনায়তনে দেখানো হবে এই চলচ্চিত্রগুলো।
উল্লেখ্য, এই উৎসবের বিশেষ আকর্ষন হতে পারেন বলিউড তারকা শাবানা আজমি, জাভেদ আখতার, জয়া বচ্চন প্রমুখ। ঐতিহ্যবাহী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।