Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ভিয়েতনামে পুরস্কৃত হলো আফসানা মিমির প্রজেক্ট

আফসানা মিমি | ছবি: গুগল

নির্মাতা হিসেবে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আফসানা মিমি। এবার পরিচালক হয়েছে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে আনলেন তিনি।

সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিমির ফিল্ম প্রজেক্ট সেরা হয়েছে। উৎসবের মার্কেট ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট ৮টি প্রজেক্ট ছিল। এখানে বাকি প্রজেক্টগুলোকে পেছনে ফেলে সেরার পুরস্কার জয় করেছে মিমির প্রজেক্ট। এই সিনেমার নাম ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’।

২০২৪ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’। সেই সাফল্যের পর বিশ্বমঞ্চেও সফল হলো ছবিটি। মিমির পরিচালনায় এ সিনেমা প্রযোজনা করেছেন তানভীর হোসেন। ছবির চিত্রনাট্যও যৌথভাবে তৈরী করেছেন মিমি ও তানভীর।

আফসানা মিমির পুরস্কার গ্রহণ করার সময় । ছবি: গুগল

হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর শুরু হয় ২০২৪ সালের ৭ নভেম্বর থেকে। ভিয়েতনামে অনুষ্ঠিত ৫ দিনব্যাপি এ উৎসবের পর্দা নেমেছে ১১ নভেম্বর সন্ধ্যায়। উৎসবের সমাপনী দিনেই হ্যানয়ের হো গুওম থিয়েটারে ফিল্ম প্রজেক্ট মার্কেট ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে মিমির চলচ্চিত্র। মার্কেট- বিভাগের পুরস্কার ঘোষণার পর ছবির পরিচালক আফসানা মিমির হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি নির্মাতা হিসেবে দিনে দিনে নিজের স্থান পাকাপোক্ত করে যাচ্ছেন আফসানা মিমি। বহু নাটক বানিয়ে তিনি নিজের নির্মাণশৈলীতে দর্শকদের মুগ্ধ করেছেন ইতিমধ্যেই। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে মিমির পরিচালনার যাত্রা শুরু হয়। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘ডলস হাউস’ সহ বেশ কিছু ধারাবাহিক। এদিকে তার নির্মিত সর্বশেষ ওয়েব ফিল্মটি হলো ‘অব দ্য মার্ক’। যা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…

‘দরদ’ দেখতে তিন হলের সব টিকিট কিনে নিল রিমার্ক-হারল্যান!

সহকর্মী ও বন্ধুদের সাথে রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ দেখতে ২২ নভেম্বরের জন্য সিনেপ্লেক্সের তিন…
0
Share