জেলে থাকার গল্প নয়, ‘গালি’ শেখারও ইতিহাস নয়, পরীমণি ফিরলেন শিরোনাম হয়ে, যেভাবে ফিরতে চায় বিশ্বের অভিনয় শিল্পীরা – ঠিক সেভাবেই।
তাই এবার কাজে ফেরার খবর দিয়েই শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্র তারকা পরীমণি। তবে এবার প্ল্যাটফর্ম একটু ভিন্ন। ওটিটি প্ল্যাটফর্মে পরীমণি ফিরছেন। সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়ে।
৮ নভেম্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের লেখা উপন্যাস অবলম্বনে এই সিরিজটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। তিনি এই চিত্রনাট্যের সহকারী লেখকও বটে।
২৯ অক্টোবর জাতীয় ফিল্ম আর্কাইভে একটি আয়োজনের মাধ্যমে সিরিজটির ট্রেইলার অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। এতে দেখা যায়, বরিশালের একটি মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। শুরু হয়ে যায় রঙিলা কিতাব।
এই সিরিজে প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি।
আয়োজনে উপস্থিত পরীমণি বলেন, ‘রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিমিং করবে আমাদের সিরিজটি।’
আয়োজনে শুটিংয়ের কারণে উপস্থিত থাকতে পারেননি নুর ইমরান। তবে হইচইয়ের বরাতে জানিয়েছেন, তিনি আশা করছেন, দর্শকরা এই গল্পের সাথে যুক্ত হতে পারবে।
চিত্রনায়িকা পরীমণিকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের মে মাসে ‘মা’ সিনেমায়। এর মাঝে গেল বছর ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি জগতে আগেই চলা শুরু করেন তিনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’-সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।