ক্রিকেটের সাথে বলিউডের সম্পর্ক বহু পুরানো। কারও না কারো প্রেমের খবরে মুখর থাকতো বলিউড আর ক্রিকেটের মাঠ একই সাথে। ক্রিকেটের মাঠ থেকে সরাসরি প্রেমের খাতায় লেখা তেমনই একটি নাম মনসুর আলী খান পতৌদি।
নবাব বংশের পতৌদি দেখতে যেমন সুদর্শন ছিলেন তেমনই বলিউডের সাথে ছিল তার সুসম্পর্ক। অনেকেই হয়তো ভুলেই গেছেন, তার প্রথম বলি-প্রেম ছিলেন সিমি গারোয়াল। এক সময়ের আকর্ষণীয় তারকা, পরবর্তীকালে সফল উপস্থাপক সিমির কথা মনে পড়তেই সাদা পোশাক পরা স্তিমিত ভয়েসের মানুষটাকেই মনে পড়ে।
অথচ তার জীবন ছিল উত্তাল প্রেমের সাগর। প্রথমে জামনগরের মহারাজার সাথে তার প্রেম হয় উথালপাতাল। সেই প্রেম ভেঙে যায়। এর পরেও প্রেমের বাঁকে তার পরিচয় মনসুর আলী খান যাকে টাইগার নামেই চিনতেন সকলে।
তাদের প্রেম ছিল সুপরিচিত। টাইগারের প্রতিটা ম্যাচে সিমিকে দেখা যেত। সবাই ধরেই নিয়েছিলেন, বিয়েটা হয়ে যাবেই। তখনই একদিন টাইগার দেখেন শর্মিলা ঠাকুরকে। প্রথম দর্শনেই প্রেম হয়ে যাবার কারণে টাইগার সিমির হাত ছেড়ে দেন তখনই। ধরেন শর্মিলার হাত।
তবে সিমির আর কারও হাত সেভাবে ধরা হয়নি। রতন টাটা, রবি মোহন কারো সাথে সম্পর্ক খুব বেশি টেকেনি।
রবি মোহনের সাথে তার বিয়ে হয় খুব স্বল্প সময়ের জন্য। আর গুঞ্জনে বলে রতন টাটার প্রতি তার প্রেম থাকলেও রতনের খুব বেশি আগ্রহ না থাকায় সেই প্রেম আর দিশা খুঁজে পায়নি।