একটি অনলাইন গেমিং অ্যাপের জন্য তৈরি বিজ্ঞাপনে অভিনয় করে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, গেমিং অ্যাপের বিজ্ঞাপনে পুলিশের পোশাক পরে অভিনয় করায় মহারাষ্ট্রের এক হিন্দু সংগঠনের অভিযোগ, এতে পুলিশের সম্মানহানি হয়েছে। কারণ উর্দি পরে তারকা গেম খেলার মাধ্যমে টাকা রোজগারের কথা বলেছেন! ‘সুরাজ্য অভিযান’ ক্যাম্পেনের আওতায় অভিনেতা নওয়াজউদ্দিনের নামে মুম্বাই পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেলের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উর্দি পরে এই ধরনের বিজ্ঞাপন অত্যন্ত নিন্দাজনক। বিষয়টি নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তা না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নওয়াজউদ্দিনের পাশাপাশি অভিযুক্ত গেমিং অ্যাপের মালিক অঙ্কুর সিং।
এই প্রসঙ্গে মহারাষ্ট্র স্টেট কোর্ডিনেটর অভিষেক মুরুকাটে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মহারাষ্ট্র পুলিশ সুপ্রশিক্ষিত এবং কঠিন পরিশ্রম করে। কিন্তু বিজ্ঞাপনে দেখানো হয়েছে তারা অনলাইন জুয়া খেলেই দক্ষ হয়ে যান। এটা অত্যন্ত হতাশার এবং দুর্ভাগ্যজনক যে কোন পুলিশকর্মী এর বিরুদ্ধে সোচ্চার হননি এবং বাইরের কেউ বিষয়টি নিয়ে অভিযোগ জানাচ্ছে। আমরা এও আশা করছি, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।’
উল্লেখ্য, এই আইনি ঝামেলা প্রসঙ্গে এখনও নীরবে রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও গেমিং অ্যাপের মালিক অঙ্কুর সিং।