এবারের দুর্গা পূজায় ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার দাপুটে শিল্পীদের তিন সিনেমা। ১০ দিনে কোন ছবি কেমন ব্যবসা করলো জানেন কি?
স্যাচনিল্কের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের জানিয়েছে, ৮ অক্টোবর মহাপঞ্চমীতে মুক্তি পেয়েছিল নির্মাতা সৃজিত মুখার্জি ও সুপারস্টার দেবের ‘টেক্কা’, মিঠুন চক্রবর্তীর ‘শাস্ত্রী’ এবং নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী’। টলিপাড়ার ফার্স্ট বয় সৃজিত মুখার্জিকে পেছনে ফেলে ১০ কোটি রুপি আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘বহুরূপী’। পূজা শেষ হলেও দর্শকমহলে সিনেমাটির আগ্রহ এখনও কমেনি। গেল ২৪ ঘণ্টায় ১১ হাজারেও বেশি টিকিট বিক্রি হয়েছে কেবল অনলাইনেই।
আরেকদিকে ‘টেক্কা’ কত আয় করলো সেই উত্তর দিয়েছেন অভিনেতা দেব নিজেই। অভিনেতা বলেন, ‘টেক্কার অভূতপূর্ব জার্নি জারি রয়েছে। ইতোমধ্যেই সম্প্রসারিত প্রথম সপ্তাহে ছবির আয় ছাড়িয়েছে ৩.৫ কোটি রুপি।
ত্রিমুখী লড়াইয়ে শুরু থেকেই পিছিয়ে পড়ে মিঠুনের ‘শাস্ত্রী’। আয়ের কোনও পরিসংখ্যান প্রকাশ্যে আনেননি প্রযোজক সোহম কিংবা সুরিন্দর ফিল্মস। তবে স্যাচনিল্কের তথ্যমতে এই সিনেমা ১০ দিনেও ১ কোটির গণ্ডি ছুঁতে পারেনি। আয় দাঁড়িয়েছে ৮২ লক্ষ্য রুপির কাছাকাছি।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে উত্তাল কলকাতাতেও সিনেমা থেকে মুখ ফেরাননি সেখানকার বাঙালী সিনেমাপ্রেমীরা। উল্টো বাংলা ছবির সামনে টিকতে পারছে না আলিয়ার ‘জিগরা’ কিংবা রাজকুমার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহওয়ালা ভিডিও’।