দীর্ঘ ১৫ বছর আগে আজকের দিনে নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্য দিয়ে পা রাখেন ঢালিউডে পা রাখেন চিত্রনায়িকা শাবনুর। সোশ্যাল মিডিয়া পোস্টে বিশেষ দিনটির কথা ভক্তদের স্মরণ করিয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
মঙ্গলবার, ১৫ অক্টোবর বিকেলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি পুরনো স্থিরচিত্র শেয়ার করে চিত্রনায়িকা শাবনূর লেখেন, ‘নামজাদা চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম দাদুর ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালের ১৫ই অক্টোবর আমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। সবার ভালোবাসায় আজ ৩১ বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।’
সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে ঢালিউড কুইন লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় যুক্ত হবার পর থেকে সর্বক্ষণ উপলব্ধি করছি আমাকে নিয়ে তাদের ভালোবাসা আজও বদলায়নি, বরং বেড়েই চলেছে। আমার প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যতেও আশাকরি অব্যাহত থাকবে। আমি সাংবাদিক ভাই-বোনদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি আপনারা প্রায় সবাই যেভাবে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে এতদূর এগিয়ে নিয়ে আসতে সাহায্য করেছেন, তার জন্যে সবাইকে ধন্যবাদ। সবার প্রতি অফুরন্ত ভালোবাসা, সবার প্রতি অনেক শুভকামনা।’
উল্লেখ্য, নিজের দীর্ঘ এই অভিনয় জীবনে ঢালিউডকে শাবনূর উপহার দিয়েছেন, ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লাবাড়ীর বউ’-এর মত অসাধারণ কিছু সিনেমা।