ফের বিপাকে পড়লেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। জব্দ করা হয়েছে তার ব্যাংকের হিসাব।
জানা গেছে, ১৪ অক্টোবর দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত বিষয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন বিএফআইইউথর সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লেখিত ব্যক্তির এবং তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য যেন স্থগিত রাখা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা চলে যান আত্মগোপনে। সেই তালিকায় আছেন মমতাজও। তবে আত্মগোপনে থেকেই সম্প্রতি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা দেন তিনি। ১৩ অক্টোবর বিকালে ৪ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটিতে গান পরিবেশন করেন এই সংগীতশিল্পী।